সন্তানকে রক্ষা করে মারা গেলেন মা

FILE PHOTO: Children sit on a makeshift raft on a flooded road following heavy rainfall in Zhengzhou, Henan province, China July 22, 2021. REUTERS/Aly Song

ধসে পড়া মাটি ও বন্যা যখন তাদের ঘরকে চাপা দিতে যাচ্ছিল, তখন সন্তানকে নিরাপদ স্থানে ছুড়ে মারেন এক চীনা মা। ধ্বংসস্তূপের নিচে ২৪ ঘণ্টার বেশি সময় আটক থাকার পর বুধবার (২১ জুলাই) শিশুটিকে জীবিত উদ্ধার করেন দেশটির উদ্ধারকারীরা।

খবরে বলা হয়, ভারি বৃষ্টিতে হেনান প্রদেশের ওয়াংজংডিয়ান গ্রামে ভূমিধস হয়েছে। অঞ্চলটিতে রেকর্ড বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৫১ জন নিহত ও চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

শিশুটিকে উদ্ধারের ঘটনার ভিডিও চীনের সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। তার বয়স তিন কিংবা চার মাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবারটির এক সদস্য বলেন, আমি যখন শিশুটির কণ্ঠ শুনতে পেয়েছি, তখন উদ্ধারকারীরা চলে আসেন। এরপর শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে আসেন তারা। তার মা তাকে বাঁচাতে উঁচু স্থানে নিক্ষেপ করেছিলেন।

শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার তেমন কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবার তার মায়ের মরদেহ পাওয়া গেছে। উদ্ধারকারীরা বলেন, ওই নারীর হিমায়িত মরদেহ এমন অবস্থায় ছিল যে তিনি কোনো কিছুকে উপরে ছুড়ে মেরেছেন।

ইয়াং নামের এক উদ্ধারকারী বলেন, একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সন্তানকে উপরে ছুড়ে মেরেছেন তিনি। এটি ছিল একটি কন্যা শিশু।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ওই মা ও শিশুটির নাম উল্লেখ করতে পারেনি। বৃষ্টি ও বন্যায় পুরো অঞ্চলটিজুড়ে বিপর্যয় নিয়ে এসেছে। বড় বড় সড়কগুলো নদীতে পরিণত হয়েছে। জোয়ারের পানিতে গাড়ি, মানুষ ও ধ্বংসস্তূপ ভেসে যেতে দেখা গেছে।

প্রাদেশিক রাজধানী জেংঝুতে একটি ভূগর্ভস্থ সাবওয়ে লাইনে বন্যার পানিতে অন্তত ১২ জন মারা গেছেন। সেতুগুলো পানিতে ভেসে যাওয়ায় দূরবর্তী অঞ্চলগুলোতে উদ্ধারকাজ করা কঠিন হয়ে পড়েছে। বন্যা ও বৃষ্টিতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে স্থানীয়রা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছেন।

এসএইচ-২২/২৩/২১ (অনলাইন ডেস্ক)