প্রেমিককে ৭০ লাখ টাকার গাড়ি উপহার দিলেন প্রেমিকা!

প্রেমিকা

‘ইন্ডিয়ান আইডল ১২’এর বিজয়ী হয়েছেন পবনদীপ রাজন। দ্বিতীয় হয়েছেন তার প্রেমিকা “বিশেষ বন্ধু” হিসেবে পরিচিত বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। এবার তাদের নিয়ে নতুন গুঞ্জন বলিউড পাড়ায়।

শোনা যাচ্ছে “প্রেমিক” পবনদীপের বিজয়ে খুশি হয়ে তাকে একটি গাড়ি উপহার দিয়েছেন অরুণিতা কাঞ্জিলাল। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুজনের মধ্যে প্রেমের গুঞ্জনও বেশ পুরোনো। তাদের দুজনকে নিয়ে নেট দুনিয়ায় হয়েছে নানা আলোচনা। যদিও তারা সবসময় বলেছে এসেছেন যে তারা শুধুমাত্র ভাল বন্ধু।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ গুঞ্জন ওঠার পর থেকে বেশ চমকে গিয়েছেন নেটিজেনরা। কারণ, তাকে উপহার স্বরুপ দেওয়া Audi Q7 গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এত দামি উপহার কীভাবে দিলেন অরুণিতা! সেটা নিয়েও হচ্ছে নানা আলোচনা।

যদিও এ নিয়ে অরুণিতা-পবনদীপ কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে শোনা যাচ্ছে “ইন্ডিয়ান আইডল” জেতার কারণে বন্ধুদের কাছ থেকে আরও বেশ কিছু দামি উপহার পেয়েছেন পবন।

সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার টাকার সোনার চেন। মহম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ টাকার গিটার। শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ টাকার মণীশ মালহোত্রার ডিজাইন করা স্যুট। তবে অরুণিতার গাড়ি উপহার দেওয়ার বিষয়টি সত্য নাকি শুধুই গুঞ্জন তা সময়ই বলে দেবে।

এসএইচ-০২/২৫/২১ (অনলাইন ডেস্ক)