সাধারণ মানুষের সঙ্গে রেস্টুরেন্টে কফি খেলেন বাইডেন

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সাধারণ মানুষের মতো রেস্টুরেন্টে গিয়ে কফি খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এসময় রেস্টুরেন্টের বাইরে তাকে একপলক দেখতে ভিড় করেন বহু মানুষ। হঠাৎ রেস্টুরেন্টের বাইরে থামলো গাড়ি। আর তাতেই হতভম্ব আশপাশের মানুষ। কারণ গাড়ি থেকে নামছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সাধারণ মানুষের মাঝে মিশে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে চমকে দেন তিনি। সেরে নেন সকালের নাস্তা। সাথে চুমুক দেন কফিতেও।

প্রেসিডেন্ট হয়েও সাধারণ মানুষের মতো তার এমন আচরণ অবাক করেছে আশপাশের মানুষকে। অনেকেই আবার এত কাছ থেকে জো বাইডেনকে দেখে বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে।

রোববার উইলমিংটনের একটি রেস্টুরেন্টে এভাবে দেখা যায় জো বাইডেনকে। এসময় রেস্টুরেন্টের বাইরে তাকে একপলক দেখতে ভিড় করেন বহু মানুষ। যাবার সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর এড়িয়ে যান বাইডেন।

তবে তাদের মধ্যে একজন প্রশ্ন করেন, স্যার সকালের নাস্তা কেমন ছিল? জবাবে বাইডেন বলেন, অসাধারণ। এরপর হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে গাড়িতে উঠে যান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট।

এসএইচ-০৭/০৫/২১ (অনলাইন ডেস্ক)