জুমার দিনে কর্মস্থলে আমিরাতের বাসিন্দারা

সাপ্তাহিক ছুটির দিন বদলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার কাজে ব্যস্ত সময় পার করতে হয়েছে নাগরিকদের।

সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সরব ছিল শিক্ষার্থীদের পদচারণায়।

অধিকাংশ উপসাগরীয় দেশে শুক্র ও শনিবার ছুটির দিন। সংযুক্ত আরব আমিরাতেও তাই ছিল। কিন্তু এখন থেকে ছুটির দিন হিসেবে শনি ও রবিবার নির্ধারণ করা হয়েছে।

গত ডিসেম্বর মাসে ছুটি পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছিল। ২০০৬ সাল পর্যন্ত আমিরাতে বৃহস্পতি ও শুক্রবার ছুটির দিন হিসেবে নির্ধারিত ছিল।

শুক্রবার সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ছিল। জুমার দিনে কাজে ফিরতে হলেও প্রার্থনার জন্য সময় বরাদ্দ ছিল।

তাই মসজিদেও ভিড় ছিল মুসল্লিদের। জুমার নামাজ শেষে কর্মজীবী মানুষজন তাদের কর্মস্থলে ফিরে যান।

এসএইচ-০৫/০৮/২২ (অনলাইন ডেস্ক)