‘নরখাদক’ শিক্ষকের যাবজ্জীবন

এক ব্যক্তিকে হত্যার পর তার মাংস খাওয়ার অপরাধে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জার্মানির আদালত।

শুক্রবার আদালত এই আর স্টেফান নামের ৪২ বছরের ওই অপরাধীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।

বিচারক ম্যাথিয়াস শার্টজ রায় ঘোষণা করে বলেছেন, ‘আমার তিন দশকের কর্মজীবনে এমন ঘটনা দেখিনি।’
স্টেফানের আইনজীবী আদালতে বলেন, স্টেফান এবং নিহত ব্যক্তি দু’জনেই সমকামী ছিলেন এবং ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল।

খুনের অভিযোগ অস্বীকার করে স্টেফান দাবি করেন, ওই ব্যক্তি তার বাড়িতে এসে হঠাৎ মারা গিয়েছিলেন। তারপর তিনি তার যৌনাঙ্গ এবং দেহের অন্য কিছু অংশ কেটে খেয়েছিলেন। কিন্তু বিচারক সেই সাফাই খারিজ করে দেন।

তদন্তে বেরিয়ে আসে, ‘ডেটিং অ্যাপ’-এর মাধ্যমে পরিচয়ের পর স্টেফান ওই সমকামী ব্যক্তিকে নিজের বাড়িতে ডেকে মাদক খাইয়ে গলা কেটে খুন করেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করেন।

এসএইচ-৩০/০৮/২২ (অনলাইন ডেস্ক)