চাকরি ছাড়ায় ২২৭ কেজি কয়েন দিয়ে বেতন পরিশোধ!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মালিক তার এক কর্মীকে ২২৭ কেজি কয়েন দিয়ে বেতন পরিশোধ করেছেন।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জর্জিয়ার ‘ওকে ওয়াকার অটোওয়ার্কস’ কারখানার মালিক মাইলস ওয়াকার চাকরি ছেড়ে দেওয়ায় অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামে এক কর্মীকে মোট ৯১ হাজার ৫০০টি কয়েন দিয়ে বেতন পরিশোধ করেছেন। শুধু তাই নয়, কয়েনের সঙ্গে ওই কর্মীকে অপ্রীতিকর ভাষায় লেখা একটি চিরকুটও দিয়েছেন তিনি।

জানা গেছে, মাইলস ওয়াকারের সঙ্গে সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন অ্যান্ড্রিয়াজ। এ সময় অ্যান্ড্রিয়াজ তার বেতনের ৯১৫ ডলার (প্রায় ৮০ হাজার টাকা) পরিশোধের দাবি জানালে ক্ষুব্ধ মাইলস বেতনের অর্থ পরিশোধ করতে এ পন্থা অবলম্বন করেন।

এদিকে এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অ্যান্ড্রিয়াজ অভিযোগ করেছেন, সব কয়েন গুনে শেষ করতে তার সময় লেগেছে সাত ঘণ্টা, অথচ তাকে বেতনের পুরো অর্থ দেওয়া হয়নি।

অন্যদিকে, এ কথা জানার পর দেশটির শ্রম বিভাগ মাইলস ওয়াকার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মীকে হেনস্তা, শ্রম আইন ভঙ্গসহ একাধিক অভিযোগ মামলা করেছে।

এসএইচ-০৬/১২/২২ (অনলাইন ডেস্ক)