এক কলমের দাম ২৭ হাজার টাকা

জাসটাস, জাপানি কোম্পানি পাইলট করপোরেশনের তৈরি একটি কলম। দাম ২৭ হাজার টাকা। পাওয়া যাচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। যদিও বেশি দামের কারণে এখনো বিক্রি হয়নি এটি।

২০৫ রকমের কলম নিয়ে যে প্যাভিলিয়ন সাজিয়েছে পাইলট, সেখানে সৌখিন এমন কালি-কলমের পাশাপাশি মিলছে কম দামের দরকারি ও কৌতূহলী কলম। বিক্রয় প্রতিনিধিরা জানান, মেলায় দামি কলমের ক্রেতা তেমন না থাকলেও শিশুদের মধ্যে সাড়া ফেলেছে পাইলটের ম্যাজিক পেন।

পাইলট করপোরেশনের আরএসএম হায়াতুর রহমান বলেন, সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে ২৭ হাজার টাকা দামের পণ্য পর্যন্ত আমরা এনে থাকি। এ পর্যন্ত মেলায় ৮ হাজার টাকা দামের পর্যন্ত বিক্রি করতে পেরেছি।

কলমের এই বিশাল ভাণ্ডার কাছে টানছে শিশু-কিশোরদের। বড়দেরও স্মরণ করিয়ে দিচ্ছে ছেলেবেলায় নানা রঙের বল পয়েন্টে লেখার স্মৃতি।

দর্শনার্থীরা বলছেন, সাধারণত পাইলটের কলমের দাম অনেক বেশি হয়। তবে এখানে একটু কম।

মেলায় এসে বিজ্ঞান শেখার আনন্দেও মেতে উঠছে শিশু-কিশোর। বুদ্ধি বিকাশের নানা কৌশল শেখার উপকরণ কিনে খুশি তারা।

শিশু-কিশোররা বলছে, প্র্যাকটিক্যালি করলে অনেক মজা লাগে, বুজতে অনেক সহজ হয়। বিক্রেতারা বলছেন, যদিও প্রাথমিক পর্যায়ের বিষয় এগুলো, তবুও এগুলো শিশু-কিশোরদের মেধার বিকাশ ঘটাবে।

মানসিক বিকাশে সহায়ক এমন পণ্য বা উপকরণের স্টল-প্যাভিলিয়নের সংখ্যা আগামী দিনেও আরও বাড়ানোর পরামর্শ দর্শনার্থীদের।

এসএইচ-০৫/২১/২২ (অনলাইন ডেস্ক)