পাখির ধাক্কায় ইঞ্জিন বিকল

বিমানের এয়ারক্রাফটের ডানার সঙ্গে পাখির ধাক্কা লাগায় বিকল হয়ে পড়েছে ইঞ্জিন। এতে বাতিল করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ সিলেট-লন্ডন ফ্লাইট।

রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল।

পরে দুই ঘণ্টা পর বিমানের আরেকটি ফ্লাইট এনে যাত্রীদের লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরের সিডিউল না মেলায় তা আর উড়েনি। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানের ইঞ্জিনটি ঠিক করেন।

ফ্লাইটটি সোমবার সকাল ১০টায় সিলেট ওসমানী বিমানবন্দর ত্যাগ করবে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বিজি-২০১ পাখির ধাক্কায় এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইট অপারেট করা সম্ভব হয়নি। তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বার্ড হিটের বা পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরণের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লেগেছিল। এতে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

ওই ফ্লাইটে ২৬৫ জন যাত্রী ছিলেন।

এসএইচ-২৮/০৬/২২ (অনলাইন ডেস্ক)