গ্র্যান্ড মসজিদে দুই মুসল্লির মারামারি

সৌদি আরবের পবিত্র মক্কা শহরের গ্র্যান্ড মসজিদের ভেতরে দুই মুসল্লির মারামারির ঘটনা ঘটেছে। শনিবার খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারামারির ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই মুসল্লি মারামারি করছেন এবং অন্যান্য মুসল্লি তাদের থামানোর চেষ্টা চালাচ্ছেন।

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এক টুইট বার্তায় বলেছে, ঝগড়ায় কেউ আহত হননি। মারামারিতে যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মারামারি সংঘটিত হওয়ার সঠিক কারণ জানাতে পারেনি সৌদি কর্তৃপক্ষ।

এদিকে শনিবার সৌদি সরকার দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসল্লিকে এ বছর হজের জন্য স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এর জন্য হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়েছে যে, ২০২২ সালে দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি হজ করতে পারবেন।

সৌদি সরকারি তথ্যসূত্র অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন।
মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার।

এসএইচ-১৪/১০/২২ (অনলাইন ডেস্ক)