‘বাবা’ হলো ১২ বছরের কিশোর!

ভারতের তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় ১৭ বছর বয়সী এক তরুণীকে গর্ভবতী করার অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ওই তরুণী একটি শিশুর জন্ম দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানায়, থাঞ্জাভুর জেলার পুলিশ ‘যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পিওসিএসও)’ আইনের আওতায় ওই কিশোরকে গ্রেফতার করেছে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে খবর পান যে থাঞ্জাভুরের সরকারি রাজা মীরাসুদার হাসপাতালে কয়েকদিন আগে ১৭ বছরের এক তরুণী কন্যা সন্তানের জন্ম দিয়েছে।

পরে অনুসন্ধানে জানা যায়, ১৭ বছর বয়সী ওই তরুণী এবং ১২ বছর বয়সী কিশোরের মধ্যে গত কয়েক বছর ধরে ‘সম্পর্ক’ চলছিল। এর এক পর্যায়ে তরুণী গর্ভবতী হয়ে পড়ে।

পুলিশ পিওসিএসও আইনের অধীনে ওই কিশোরের বিরুদ্ধে মামলা করেছে এবং তাকে কিশোর শোধনাগার কেন্দ্রে পাঠিয়েছে।

থাঞ্জাভুর থানার পুলিশ কর্মকর্তা রাভিমাথি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ওই কিশোরের বয়স নির্ণয় করার সিদ্ধান্ত নিয়েছি।’

এসএইচ-০২/২৪/২২ (অনলাইন ডেস্ক)