মাটির নিচে দুই হাজার বছরের পুরোনো শহর আবিষ্কার

তুরস্কের দক্ষিণাঞ্চলের মিদায়াত শহরে মাটির নিচে বিশাল এক শহরের সন্ধান পাওয়া গেছে। যেখানে আছে প্রার্থনার জায়গা, কুয়া, আছে রাস্তা এবং অলিগলি। শহরটি দুই হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে তৃতীয় শতকে এ শহরটি ছিল জনবহুল। স্থানটি মাতিয়াত নামে পরিচিত। তুরস্কের শহর মিদায়াতের নিচে এর অবস্থান। এতদিন অবহেলায় ছিল স্থানটি।

খননকারী দলটি দুই বছর আগে এখানে খননকাজ শুরু করে। তারা প্রথমে একটি গুহা খুঁজে পায়। এর সূত্র ধরে তারা আরও খনন শুরু করে।

খনন করার পর দেখা যায়, গুহার ভেতরে রয়েছে হাঁটার পথ, বাড়ি, বারান্দা। গুহার ভেতরের গলিগুলো দিয়ে বিভিন্ন জায়গায় বের হওয়া যায়।

প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন, এর নিচে রয়েছে প্রাচীন শহর। এরপর সেখানে ওই শহরটির খোঁজে খননকাজ শুরু হয়।

সোজান বাস নামের এক প্রত্নতত্ত্ববিদ জানান, ‘প্রথমে আমরা ভেবেছিলাম এটি একটি গুহা। তারপর আমরা দেখলাম, একটি গলির সঙ্গে আরেকটি গলির যোগাযোগ আছে। তারপর বুঝলাম মাটির নিচে রয়েছে বিশাল এক শহর।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ১৬টি ঘর পরিষ্কার করেছি আমরা। এখনো অনেক বাকি। শহরটির আয়তন ধারণা করা হচ্ছে সাড়ে তিন লাখ থেকে চার লাখ বর্গমিটার।’

খননকাজের সঙ্গে জড়িত একজন প্রত্নতত্ত্ববিদ জানান, কাজ শেষ হলে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে এ শহর।

এসএইচ-১৯/১০/২২ (অনলাইন ডেস্ক)