মুখের পানি ছিটিয়ে জামাকাপড় ইস্ত্রি!

কাপড়কে কড়মড়ে বা নতুন করতে মাড় (কাপড়ে দেওয়া হয়) ব্যবহার করা হয়। আবার মাড় না দিলেও কিছু কিছু জামাকাপড় কাচার পর এমনিতেই নতুনের মতো শক্ত হয়ে যায়।

সেসব জামাকাপড় যখন লন্ড্রীতে ইস্ত্রি করতে দেওয়া হয় তখন ওই কড়কড়ে ভাব দূর করতে কাপড়ে পানি ব্যবহার করা হয়। তবে এবার উল্টো ঘটনা ঘটেছে।

লন্ড্রীর দোকানের ইস্ত্রি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাটির পানি কাপড়ে না দিয়ে মুখে নিয়ে সেই পানি কাপড়ে ছিটিয়ে দিচ্ছেন দোকানি। ইস্ত্রি করার ওই পদ্ধতি দেখে অনেকেই অবাক হয়েছেন।

ভিডিওটি কোথাকার তা না জানা গেলেও ধারণা করা হচ্ছে, ভারতেরই কোনো এক জায়গার ঘটনা। ইস্ত্রি করার এই পদ্ধতি দেখে অনেকেই স্তম্ভিত অনেকেই। অ্যাডাল্টসোসাইটি নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হয়েছে।

ইস্ত্রি করার এই ধরনের পদ্ধতি দেখে কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন। কেউ আবার রসিকতা করে বলেছেন, ‘যে ব্যক্তি ইস্ত্রি করছেন, তিনি বোধহয় নিজের জমিতেও এভাবে পানি ছিটান।’

এসএইচ-১১/০৯/২২ (অনলাইন ডেস্ক)