গ্লাস ভরে নদীর পানি খেয়ে হাসপাতালে মুখ্যমন্ত্রী

নদীর পানি সুপেয় ও পরিচ্ছন্ন প্রমাণ করতে তা পান করেন ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। কিন্তু নিজের দাবির সত্যতা প্রমাণ করতে পারেননি তিনি। বরং দূষিত পানি খেয়ে অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এনডিটিভি ও এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেকটা আগ্রহের সঙ্গে নদী থেকে তিনি এক গ্লাস পানি তুলে তা ঢকঢক করে গিলে খাচ্ছেন। এ সময়ে তার সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

ভগবন্ত সিং যে নদীর পানি খেয়েছেন, পার্শ্ববর্তী শহর ও গ্রাম থেকে আসা পয়োনিষ্কাশনের বর্জ্যে তা দূষিত হয়েছে। কিন্তু পানি পরিচ্ছন্ন দাবি করে গেল রোববার প্রকাশ্যে দ্বিধাহীনভাবে তিনি তা পান করেন। পরে অসুস্থ হয়ে নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি হন।

তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অসুস্থ হওয়ার কথা অস্বীকার করেছে আম আদমি পার্টি। ভগবন্ত সিং এই দলেই একজন সদস্য। দলটি বলছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে তাকে হাসপাতালে যেতে হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল থেকে তিনি বাড়িতেও ফিরে এসেছেন।

এনডিটিভির খবর বলছে, কালি বিন নদী পরিচ্ছন্ন করার ২২তম বার্ষিকীতে অংশ নেন ভগবন্ত সিং। তাকে এই কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন প্রখ্যাত পরিবেশবিদ ও রাজ্যসভা এমপি বাবা বলবীর সিং। মুখ্যমন্ত্রীকে নদীর পানি পানের আহ্বান জানান এই এমপি। পাঞ্জাবের সুলতানপুর লোধি এলাকা থেকে তিনি নদীর পানি পান করেন।

এক টুইটাবার্তায় আম আদমি পার্টির পাঞ্জাব শাখা বলছে, সুলতানপুর লোধিতে পবিত্র পানি পান করেছেন ভগবন্ত সিং। এই ভূমিতে গুরু নানকশাহির পা পড়েছিল। পবিত্র স্থানটি পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছেন রাজ্যসভা সদস্য সন্ত শিখভাল জি।

এদিকে রাজ্যজুড়ে নদীনালা পরিষ্কার অভিযানের ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার। আম আদমি পার্টির মতে, বেইন থেকে নদীর পানি খেয়েছেন ভগবন্ত। তিনি এই সুযোগ পেয়ে ধন্য হয়েছেন।

এসএইচ-১৪/২২/২২ (অনলাইন ডেস্ক)