জন্ম নিল বিরল সাদা হাতি

মিয়ানমারের পশ্চিম রাখাইনে একটি সাদা হাতি জন্ম নিয়েছে। গত মাসে শাবকটির জন্ম হয়। বুধবার (৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। কারণ, দেশটিতে ব্যাপক সংখ্যায় সাদা হাতি রয়েছে। থাইল্যান্ডের বাইরে এ প্রজাতির হাতি খুব কমই দেখা যায়। তবে এ অঞ্চলে জনগোষ্ঠী সাদা হাতিকে ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, পশ্চিম রাখাইন রাজ্যে জন্ম নেয়া শাবকটির ওজন এখন প্রায় ৮০ কিলোগ্রাম (১৮০ পাউন্ড)। উচ্চতা প্রায় ৭০ সেমি (আড়াই ফুট)।

রাষ্ট্রীয় টেলিভিশনেও শাবক ও তার মাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, শাবকটি তার মায়ের পিছু পিছু নদীতে যাচ্ছে। সেখানে তাকে গোসল করানো ও খাওয়ানো হচ্ছে।

ওই বাচ্চা হাতিটির মায়ের বয়স ৩৩ বছর। তাকে জার নান হ্লা নামে ডাকা হয়। গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলেছে, বাচ্চাটি বিরল সাদা হাতির আটটির মধ্যে সাতটি বৈশিষ্ট্যের অধিকারী।

বর্তমানে জান্তা শাসিত মিয়ানমারের রাজধানী নেপিদোতে ছয়টি সাদা হাতি রয়েছে। গত মাসের শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা হাতির জন্ম হওয়ার বিষয়টি জানাজানি হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সংস্কৃতিতে সাদা হাতিকে ‘শুভ প্রাণী’ বলে মনে করা হয়। এ অঞ্চলের প্রাচীন শাসকরা তাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে সাদা হাতি লালনপালন করতেন।

এসএইচ-২৫/০৩/২২ (অনলাইন ডেস্ক)