হেলিকপ্টারে বিয়ে করে ইচ্ছেপূরণ

ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নববধূকে ঘরে তুলবেন। সেই ইচ্ছে পূরণ হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ফারজাহান জহির চৌধুরীর।

সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে সিলেট নগরীর একটি কনভেশন হলে বিয়ে করতে যান ফারজাহান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে নিয়ে আবারও একই হেলিকপ্টারে চড়ে ওই মাঠেই অবতরণ করেন।

ডা. ফারজাহান জহির চৌধুরীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর গ্রামে। তার বাবার নাম জহির মিয়া। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। বিয়ে করতে সম্প্রতি দেশে এসেছেন তিনি।

নববধূ মেহজাবিন রশিদও ডাক্তার। সিলেটের ফেঞ্চুগঞ্জ ইসলামপুর গ্রামের কামাল হারুন রশীদের মেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন তিনি।

এদিকে নববধূ ও হেলিকপ্টার দেখতে বিদ্যালয় মাঠে উৎসুক মানুষের ভিড় জমে। আর এসব সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, বিয়ের বিষয়টা তাদের আগে জানানো হয়েছিল। তাই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আগে থেকেই সে ব্যবস্থা নয়া হয়েছে।

নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন বরের বাবা জহির মিয়া।

এসএইচ-১৮/২৯/২২ (অনলাইন ডেস্ক)