সালাদে মানুষের আঙুল

সালাদের ভেতর মানুষের আঙুল পাওয়ায় একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে।

অ্যালিসন কোজি নামের ওই নারী তাঁর মামলার অভিযোগে বলেন, নিউ ইয়র্কের মাউন্ট কিসকোতে চপ্ট নামের একটি রেস্টুরেন্টে সালাদ খাওয়ার সময় তিনি মানুষের আঙুল চিবিয়ে খান। ওই খাবারটি তিনি চলতি বছরের ৭ এপ্রিল খেয়েছিলেন।

মামলায় বলা হয় , রেস্টুরেন্টের ম্যানেজার দুর্ঘটনাবশত তাঁর তর্জনীর কিছু অংশ কেটে ফেলে। সেটি সালাদের সঙ্গে মিশে যায়। দুর্ঘটনার পর রেস্টুরেন্টের ম্যানেজারকে হাসপাতালে নেওয়া হলেও ওই সালাদ কোজিকে খেতে দেওয়া হয়।

কোজি জানান, ওই সালাদ খাওয়ার পর তার দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব দেখা দেয়া। এছাড়া প্যানিক অ্যাটাক, মাইগ্রেন এবং ঘাড়ের রোগেও ভোগেন এই মার্কিন নারী।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিযুক্ত রেস্টুরেন্টকে ৯০০ ডলার জরিমানা করেছে দ্য ওয়েস্টচেস্টার কান্ট্রির স্বাস্থ্য বিভাগ।

এসএইচ-০৮/২৯/২৩ (অনলাইন ডেস্ক)