সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘জানোয়ার’ ও ‘প্যাক-ম্যান (খাদক মানব) বলে মন্তব্য করেছিলেন হত্যার শিকার সাংবাদিক জামাল খাশোগি। হোয়াটস অ্যাপের মাধ্যমে কানাডার মন্ট্রিলভিত্তিক অধিকার কর্মী ওমর আব্দুল আজিজের কাছে পাঠানো বার্তায় এমনটাই মন্তব্য করেছিলেন খাশোগি।
খাশোগির পাঠানো চার শতাধিক বার্তা বিশ্লেষণ করে সোমবার সিএনএন অনলাইন এ তথ্য জানিয়েছে।
খাশোগি প্রায়ই তার পাঠানো বার্তায় যুবরাজকে ‘জানোয়ার’ ও ‘প্যাক-ম্যান (খাদক মানব) বলে উল্লেখ করতেন। যুবরাজ সমর্থক ছাড়াও তার সব পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করতেন খাশোগি।
গত মে মাসে পাঠানো এক বার্তায় যুবরাজের দিকে ইঙ্গিত করে খাশোগি বলেছিলেন, ‘যত শিকার সে খাবে আরো বেশি সে চাইবে।’
এক দল সৌদি মানবাধিকার কর্মীকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে খাশোগি বলেছিলেন, ‘যারা তাকে সমর্থন করছে তাদেরকেও যদি ধরপাকড় করা হলে আমি বিস্মিত হব না।’
এসএইচ-২০/০৪/১২ (আন্তর্জাতিক ডেস্ক)