সুনামিতে মৃত বেড়ে ৩৭৩ (ভিডিও)

আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এল লাভা। আর তার চাপেই আছড়ে পড়ল বিশাল ঢেউ। ইন্দোনেশিয়ার ইতিহাসে একটা ভয়ঙ্কর রাত ছিল শনিবার। সেই সুনামিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭৩। জখম অন্তত ১৪০০। মৃতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১২৮ জনের কোনও খবর নেই।

ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে সাগরতলে ভূমিধস হয়৷ তার জেরে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ সুমাত্রায় আছড়ে পড়ে সুনামি৷

প্রকৃতির তাণ্ডবে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ সুমাত্রা৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘর বাড়ি৷ প্লাবিত হয়ে যায় রাস্তা৷ গাড়িগুলি জলের তোড়ে ভেসে যায়৷

ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকের বেশি রয়েছে যে এলাকায়, সেই ‘আগ্নেয় মেখলার’ মধ্যেই ইন্দোনেশিয়ার অবস্থান।

কীভাবে আগ্নেয়গিরি থেকে একটু একটু করে বেরিয়ে আসছে লাভা, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়েছে। শুধু এদিনই নয়। মাঝে মধ্যেই ওই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে জ্বলন্ত লাভা।

এসএইচ-২৬/২৪/১৮ (আন্তর্জাতিক ডেস্ক)