বিরোধী দলের স্লোগান দেয়ায় প্রতিবন্ধীর মুখে লাঠি ঢোকানোর চেষ্টা (ভিডিও)

বিরোধী দলের নেতার নামে স্লোগান দেয়ায় প্রতিবন্ধী যুবকের মুখে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিজেপির নেতার বিরুদ্ধে।

গত মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে এ ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)-এর দপ্তরে গিয়েছিলেন বিজেপি নেতা মোহাম্মদ মিয়া। ওই অফিসের সামনেই দাঁড়িয়ে ছিলেন মনোজ গুজ্জর নামে এক প্রতিবন্ধী যুবক।

বিজেপি নেতাদের আসতে দেখেই নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন মনোজ। সেই সঙ্গে বলতে থাকেন, ‘অখিলেশ যাদব জিন্দাবাদ…। ভোট দিলে অখিলেশকেই দেব।’ এ রকম স্লোগানে রেগে যান মোহাম্মদ মিয়া। অভিযোগ, গাড়ি থেকে একটা লাঠি বের করে মনোজকে হুমকি দেন এবং প্রহার করেন। মনোজের মুখে ওই লাঠি ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন তিনি।

তবে মোহাম্মদ মিয়ার দাবি, সে সময় মদ্যপ অবস্থায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছিলেন মনোজ।

প্রতিবন্ধী ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

https://youtu.be/0euynFHzFCU

এসএইচ-১৪/২৬/১৮ (অান্তর্জাতিক ডেস্ক)