মোদীর বিদেশ সফর ব্যয় ২ হাজার কোটি রুপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শাসনকালে এ পর্যন্ত বিদেশ সফরে ব্যয় করেছেন ২ হাজার ২১ কোটি রুপি। তার এই ব্যয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চেয়ে প্রায় দ্বিগুন।

২০১৪ সালে ক্ষমতায় বসার পর থেকে তিনি মোট ৪৮টি সরকারি সফরে ৫৫টি দেশ ভ্রমন করেছেন। হিন্দুস্তান টাইমস

শুক্রবার প্রকাশিত সরকারি নথি সূত্রে জানা যায়, ১৫ জুন ২০১৪ সাল থেকে গত ৩ ডিসেম্বর পর্যন্ত শুধু বিমান ব্যবস্থাপনায়ই ব্যয় হয়েছে ১ হাজার ৫শ ৮৩ কোটি রুপি।

তবে সাবেক প্রধানমন্ত্রী মনমোহ সিং তার ২০০৯ থেকে ১০ ও ২০১৩ থেকে ১৪ পর্যন্ত ১ হাজার ৩শ ৪৬ কোটি রুপি ব্যয় করেছেন।

মোদী তার বিদেশ সফরে এত বিশাল অংকের ব্যয়ের পরও বিদেশী বিনিয়োগ পাওয়া গেছে মাত্র ১ লাখ ৩৬ হাজার ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে শুধু ২০১১ ও ২০১৪ সালেই বিদেশী বিনিয়োগ এসেছে ৮১ হাজার ৮৪৩ মিলিয়ন ডলার।

এসএইচ-২১/২৯/১৮ (আন্তর্জাতিক ডেস্ক)