নাগরিকত্ব কেড়ে নিল সরকার

বাহারিনের আলে-খলিফা সরকার দেশের ৮০০’র বেশি ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিয়েছে। গত ছয় বছরে এই ভয়ংকর অত্যাচার চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের মানবাধিকার সংস্থা ‘সালাম’।

সংস্থার পক্ষ থেকে তৈরি করা প্রতিবেদনটি তুলে ধরেছে বাহারিনের আরবি ভাষার ওয়েবসাইট ‘মিরর’। প্রতিবেদনে বলা হয়েছে- ২০১২ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮০৪ ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।

২০১১ সালে বাহারিনের গণআন্দোলন শুরুর পর থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ঘটনা ঘটতে থাকে। একেবারে গোপনে এই কাজ চালায় সে দেশের সরকার।

এর মধ্যে ২০১৮ সালে ২৯৮ জন, ২০১৭ সালে ১৫৬ জন, ২০১৬ সালে ৯০ জন, ২০১৫ সালে ২০৮ জন, ২০১৪ সালে ২১ জন এবং ২০১২ সালে ৩১ জনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিচার বিভাগের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো অত্যন্ত বিতর্কিত কাজ করেছে বাহরাইন সরকার। সর্বশেষ গত বৃহস্পতিবার বাহরাইনের সুপ্রিম কোর্ট দেশটির ২৫ ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিয়েছে।

এসএইচ-২৪/৩১/১৮ (আন্তর্জাতিক ডেস্ক)