যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকি রাশিয়ার

রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণপূর্ব এশিয়া এবং ক্যারাবিয় অঞ্চলে মস্কোর স্বার্থ বিঘ্নিত হলে ব্রিটেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর এই দুই অঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ বলেছেন, স্থায়ী সামরিক ঘাটি স্থাপনের পরিকল্পনা করার অধিকার ব্রিটেনে আছে।

তবে লন্ডনের সামরিক সম্প্রসারণের কারণে যদি কোনো হুমকি সৃষ্টি হয় তা হলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মস্কো দেরি করবে না।

তিনি আরও বলেন, এ জাতীয় পদক্ষেপ যদি রাশিয়ার বা তার মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেয় তা হলে তার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেয়ার অধিকারও রাশিয়ার আছে।

এসএইচ-২৫/১২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)