ব্রাজিলে বাঁধ ভেঙ্গে নিহত ৯, নিখোঁজ ৩০০

ব্রাজিলে বাঁধ ভেঙ্গে নিহত ৭, নিখোঁজ ১৫০

ব্রাজিলের দক্ষিণপূর্বে লৌহ-আকরিক খনি চত্বরে অব্যবহৃত একটি বাঁধ ভেঙ্গে কমপক্ষে ৯জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।

রিও ডি জানিরোতে এক সংবাদ সম্মেলনে দেশটির মাইনিং জায়ান্ট কোম্পানি ভ্যালের সিইও ফাবিও স্কভার্টসম্যান বলেন, বাঁধটি হঠাৎ করে অনেক ভয়াবহভাবে ভেঙ্গে পড়ে। এতে কাদা-পানির স্রোতে খনি চত্বর ভেসে যায়।

এ বাঁধ ভেঙ্গে যাওয়ায় বেলো হরাইজন্তি নগরীর দক্ষিণপশ্চিমে অবস্থিত ব্রুমাদিনহো শহরের পার্শ্ববর্তী অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় এবং অনেক গাছপালা উপড়ে যায়। আকস্মিক বন্যায় অনেক রাস্তা ডুবে যায় এবং জমির ফসলের অনেক ক্ষতি হয়।

দুর্যোগ কবলিত এ বিশাল এলাকায় শনিবার রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মিনাস জারাইস রাজ্যে প্রতিরক্ষা, খনি ও পরিবেশ মন্ত্রণালয় এবং বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে কাজের সমন্বয় করে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর নেতৃত্বে নতুন সরকার এ দুর্যোগ মোকাবেলা করছে।

এ মাসের গোড়ার দিকে দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো তাদেরকে এমন জরুরি অবস্থা মোকাবেলা করতে হচ্ছে। বোলসোনারো ও তার প্রতিরক্ষামন্ত্রী শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

টেলিভিশনের ভিডিও ফুটেজে এ উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করতে দেখা গেছে। স্কভার্টসম্যান জানান, এ ঘটনায় শতাধিক খনি কর্মীকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।

এসএইচ-৩০/২৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)