রামমন্দির ২১ ফেব্রুয়ারি থেকে নির্মাণের ঘোষণা

অযোধ্যায় অবিতর্কিত জমির ৬৭ একর ফিরিয়ে দিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার একদিন পরই রামমন্দির নির্মাণের দিন ঘোষণা করে দিল ধর্ম সংসদ৷ বুধবার প্রয়াগরাজে নিজেদের মধ্যে আলোচনায় বসে ধর্ম সংসদ৷ সেখানে জানিয়ে দেওয়া হয় ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মন্দির নির্মাণের কাজ৷

ধর্ম সংসদ আরও জানিয়েছে, তাদের সুপ্রিম কোর্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা আছে৷ কিন্তু মন্দির নির্মাণে আর দেরি করা যাবে না৷ সময় এসে গিয়েছে অযোধ্যায় রামমন্দির নির্মাণের৷ আগে ভিত্তি প্রস্তর করা হবে৷

তারপর হবে মন্দির নির্মাণের কাজ৷ আর এই ভিত্তি প্রস্তরের জন্য চারটি পাথর নিয়ে যাওয়া হবে অযোধ্যায়৷ চারজন ব্যক্তি এই পাথর বহন করবে৷ যাতে ১৪৪ ধারার লঙ্ঘন না হয়৷ ২১ ফেব্রুয়ারি হবে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর৷

লোকসভা মহারণের আগে হিন্দু সংগঠনগুলির মুখে রামমন্দির নির্মাণের রব৷ আরএসএস ও বিজেপি নেতাদের একাংশ তাতে গলা মিলিয়েছে৷ এদিকে রামমন্দির ইস্যু এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন৷

ফলে ঘরে বাইরে প্রবল চাপ থাকা স্বত্ত্বেও সরকারের হাত পা বাধা৷ এই অবস্থায় রামমন্দির মামলায় নতুন মোড় এনে দিল কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্ত৷

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে বলেছে, অবিতর্কিত ৬৭ একর জমি মূল মালিকদের ফিরিয়ে দেওয়া হোক৷ সুপ্রিম কোর্ট যদি এই দাবি মেনে নেয় তার অর্থ অবিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের কাজ শুরু করে দেওয়া যাবে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দারুণ খুশি সাধু সন্তরা৷ তাই আর দেরি না করে ধর্ম সংসদে রামমন্দির নির্মাণের দিন ঘোষণা করে দেওয়া হল৷

এসএইচ-১৭/০১/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)