হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী

দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডের সাজা কাটছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবারই তাঁকে লাহোরের কোট লখপত জেলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব প্রশাসন।

কিন্তু শারিরীক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় নওয়াজ শরিফকে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচণ্ড জ্বর রয়েছে শরিফের। তার সঙ্গে মাথাব্যাথা এবং গায়ে ব্যাথা।

তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন শরিফের হৃদযন্ত্রে কোনও সমস্যা দেখা দিয়েছে।

গত ২২ জানুয়ারি শরিফের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, শরিফের হৃদযন্ত্র স্বাভাবিকের থেকে বড়। তারপরেই তিন সদস্য নিয়ে মেডিকেল প্যানেল গঠন করা হয়। তাঁরাই জানান অস্বাভাবিক বড় হৃদযন্ত্রের পাশাপাশি শরিফের হাইপ্রেসার এবং ব্লাডসুগার রয়েছে।

তবে শরিফের কোনও মেডিকেল রিপোর্টই তাঁর পরিবারের কাউকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন পিএমএনএল-‌এর মুখপাত্র মারিয়াম ঔরঙ্গজেব।

এসএইচ-৩১/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)