মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁডা়চ্ছেন মোদীপন্থী তুলসী

মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হচ্ছেন তুলসী গাবার্ড৷ হাওয়াই থেকেই তিনি ২০২০ প্রেসিডেন্ট নির্বাচন লড়বেন৷ এর আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ২০১৩ সাল পর্যন্ত হাওয়াইয়ে কাজ করেছেন গাবার্ড৷

ডেমোক্রেটিক পার্টির তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণার আগেই নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছিলেন তিনি৷ দলের তরফ থেকেও তার ঘোষণা হয়ে গেল৷ প্রার্থীর মনোনয়ন পাওয়ার মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তুলসী বলেন, ‘‘আমার সঙ্গে যুক্ত হোন ব্যক্তিগত স্বার্থকে সরিয়ে রেখে কাজ করার জন্য৷

লোভী দুর্নীতির বিরুদ্ধে সামনে থেকে লড়াই করার জন্য আমার সঙ্গে আসুন৷ প্রেসিডেন্সির সম্মান এবং সততাকে আবার নিজের জায়গাতে স্থাপন করতে হবে আমাদের৷’

অনেক আগে থেকেই ডেমোক্রেটিক পার্টির সদস্যা মোদীপন্থী৷ গুজরাট দাঙ্গার পর আমেরিকা মোদীর ভিসা ব্যান করলে সেই সময়ও ওই ঘটনার তীব্র বিরোধিতা করেছিলেন তুলসী৷ মার্কিন যুক্তরাষ্ট্রের লেলোয়ালোয়ার ক্যাথলিক পরিবারে জন্ম তুলসী গাবার্ডের৷ তুলসীর মা একজন হিন্দু ছিলেন৷

সেই সূত্রেই হিন্দু ধর্মের প্রতি আলাদা শ্রদ্ধা রয়েছে ৩৭ বছরের এই মার্কিন রাজনীতিবিদের৷ সংবাদমাধ্যমের খবর প্রথম সাংসদ হওয়ার পর গীতায় হাত রেখে শপথও নিয়েছিলেন তুলসী৷ স্বাভাবিকভাবেই তুলসীর হাতে আমেরিকার ক্ষমতা এলে ভারত-আমেরিকার সম্পর্ক আরও ভালো হবে৷ এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

যদি তুলসী ভোটে জিততে পারেন তাহলেই তিনিই আমেরিকার প্রথম ভারতীয় বংশদ্ভূত প্রেসিডেন্ট হবেন৷ পাশাপাশি আমেরিকার ইতিহাসে প্রথমবার ৩৭ বছরের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হবেন তুলসী গাবার্ড৷ এর আগে আমেরিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন থিওডোর রুজভল্ট৷

এসএইচ-১৫/০৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)