সাবেক প্রেসিডেন্টের আরও ১৩ বছরের কারাদণ্ড

ব্যাপকহারে দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভাকে নতনু করে আরও ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর আগে সম্পদ সংক্রান্ত একটি মামলায় তাকে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়।

সেই দণ্ডাদেশে কারাভোগ করছেন তিনি। নতুন করে আরও ১৩ বছরের কারাদণ্ড তার জন্য গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে দেখা দিল।

একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেয়ার জন্য ব্যাপকহারে দুর্নীতি করেছিলেন তিনি। যার কারণে বুধবার আদালত তাকে ১২ বছর ১১ মাস কারাদণ্ডের আদেশ দেয়। নতুন এই কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন লুলার আইনজীবী। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২০০৩ এবং ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির সাবেক ট্রেড ইউনিয়নের কর্মী এবং শক্তিশালী নেতা লুলা ডা সিলভা।

তবে শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে লুলা জানিয়েছেন, তিনি যেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারেন সেজন্য রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে এমন মনগড়া কাজ করা হচ্ছে।

এসএইচ-১৪/০৭/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)