হজ-ওমরাহ পালনের জন্য অনুমতি চায় হিজড়ারা

হজ-ওমরাহ পালনের

পবিত্র হজ এবং ওমরাহ পালনে সুযোগ দিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের হিজড়া সম্প্রদায়।

হজ ও ওমরাহ পালনে হিজড়াদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

দ্য ডন জানায়, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেন সৌদি যুবরাজ। তার এই সফরকে কেন্দ্র করে সমাবেশের আয়োজন করে পাকিস্তানের তৃতীয় লিঙ্গের হিজড়রা।

সৌদির আইন অনুযায়ী, শুধুমাত্র পুরুষ এবং নারীরা হজ এবং ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

পাকিস্তানে পাসপোর্ট ও ভিসার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে হিজড়াদের জন্য যুক্ত থাকে ‘এক্স’ কলাম। ফারজানা জান নামে এক হিজড়া বলেন, ‘এক্স’ কলামের পাসপোর্ট নিয়ে আমি পুরো বিশ্ব ঘুরে বেড়াতে পারি কিন্তু আমি হজ বা ওমরাহ পালন করতে পারি না।

ফারজানা দেশটির খায়বার-পাখতুনখোয়া অঞ্চলের হিজড়া সংগঠনের প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে আমি আশা করি সৌদি যুবরাজের এ সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

আরএম-০৬/১৯/০২ (ধর্ম ডেস্ক)