গোসল করতে গিয়ে মহিলা আবিষ্কার করেন, তার বাথরুমের জানলায় উঁকি দিচ্ছে একটি মোবাইন ফোন। সহজেই তিনি বুঝতে পারেন, তার গোসল দৃশ্যের ভিডিও তোলার জন্যই ওই জায়গায় রাখা হয়েছিল মোবাইলটি।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে অঞ্চলে। মহিলার বক্তব্য অনুযায়ী, তিনি সঙ্গে সঙ্গে তার স্বামীকে ডাকেন। তার স্বামী মোবাইলটি জব্দ করে জানলা দিয়ে দেখতে পান এক ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাচ্ছে।
তাদের হইচই শুনে প্রতিবেশিরা পলায়মান ব্যক্তিকে ধাওয়া করে ধরে ফেলেন। দেখা যায়, সে ওই বিল্ডিংয়েরই বাসিন্দা অবিনাশকুমার যাদব। ৩৪ বছর বয়স্ক অবিনাশ এলাকায় ‘ভালো ছেলে’ হিসেবেই পরিচিত।
তিনি বম্বে আইআইটি’তে উচ্চতর স্তরের শিক্ষার্থী। অবিনাশের মোবাইল থেকে আরও অনেক ভিডিও ক্লিপ পাওয়া গেছে, যার অধিকাংশই এই বিল্ডিং বা আশেপাশের এলাকার মহিলাদের বিবস্ত্র অবস্থার ভিডিও।
মহিলার অভিযোগ পেয়ে অবিনাশকে গ্রেফতার করে কপূরবাওডি থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আইআইটি’র ছাত্র অবিনাশের এই কীর্তিতে স্তম্ভিত প্রতিবেশিরা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উঁচুতলার শিক্ষার্থীর এমন আচরণ মেনে নিতে কোথাও বাধছে তাদের।
এসএইচ-২৪/২৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)