কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু!

ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জের ধরে ২৬শে ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের সীমা অতিক্রম করে ভারতের বিমান বাহিনী। পুলওয়ামা হামলার জন্য জইশ-ই-মোহম্মদ জঙ্গির সংগঠনের ঘাঁটি ধ্বংস করেছে এবং বহু সংখ্যক হতাহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। তবে তা অস্বীকার করছে পাকিস্তান। দু’দেশের মধ্যে বুধবার আবার নতুন করে চরম উত্তেজনা শুরু হয়েছে।

বুধবার দুটি ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান৷ এক ভারতীয় বিমানচালককে গ্রেপ্তারের দাবিও করেছে দেশটি৷ এর আগে মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনী হামলা চালানোর দাবি করেছিল৷

ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলা ও যুদ্ধের দামামার মধ্যেই জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারের তরফে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে।

বুধবার সকাল ১০টা ৫ মিনিটে বুধবার শ্রীনগরের এয়ারবেস থেকে দুটি মিগ-১৭ যুদ্ধবিমান উড়াল দেয়। এর কিছুক্ষণের মধ্যেই বদগামের গারেন্ড কালান গ্রামের মাঠে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে।

বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানচালক ও সহবিমানচালকের।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তরা। আগুন নিভিয়ে ভেঙে পড়া যুদ্ধবিমানের নমুনা সংগ্রহ করার কাজ চলছে।

কাশ্মীরে গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় নিরাপত্তা বাহিনীর বহরে হামলার জবাবে মঙ্গলবার পাকিস্তানের বালাকোট অঞ্চলেবিমান হামলা চালায় বলে জানিয়েছিল ভারত৷

নতুন দিল্লির দাবি, কাশ্মীরে সেই হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী ‘জৈশ-ই-মোহাম্মদ’৷ সেই ‘জৈশ-ই-মোহাম্মদ’-এর গুরুত্বপূর্ণ ঘাঁটিতেই হামলার দাবি করেছে ভারত৷

এদিকে, মঙ্গলবারের হামলার জবাবে বুধবার পাকিস্তান দুটি ভারতীয় বিমানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে৷ পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে জানান, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশে এই হামলা চালানো হয়৷ পরে ভারতের যে দুটি বিমান আক্রান্ত হয়, তার একটি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে এসে পড়লে সেই বিমানের চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ আরেকটি বিমান ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভেঙে পড়ে বলেও জানান তিনি৷

ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পালটা হামলার কারণে ইতিমধ্যে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ শ্রীনগর ছাড়া আরো তিনটি সীমান্তবর্তী বিমানবন্দর বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারতের বিমানবাহিনী৷

ভারতীয় সূত্রমতে, পাকিস্তানের তিনটি বিমান ভারতীয় আকাশে এসে পড়লেও তাদের ফেরত পাঠাতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী৷

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা শরিক তারিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার নাইখল সেক্টরের একটি বাড়িতে এই মর্টার হামলা চালায় ভারতীয় সেনারা। এতে ওই বাড়ির গৃহকর্ত্রী, তাঁর দুই শিশুসন্তানসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

পরে সকালে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, সীমান্তজুড়ে হামলা-পাল্টা হামলার মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের আকাশপথে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফয়সাল বলেন, ‘‘এই হামলা আমাদের অধিকার, ইচ্ছা ও নিজেদের রক্ষার্থে ক্ষমতা ব্যবহারের প্রতিফলন৷ আমরা হামলা চাই না, কিন্তু পরিস্থিতির জবাব দিতে পিছপা হব না৷”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বৈরি সম্পর্ক থাকা দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৪ ফেব্রুয়ারির হামলার পর থেকে উত্তেজনা আরো বেড়েছে৷ কাশ্মীর অঞ্চলেরনিয়ন্ত্রণ নিয়ে অতীতে দু’বার যুদ্ধে লিপ্ত হয় ভারত ও পাকিস্তান৷

যুদ্ধবিমান মিগ-২১ ও পাইলট নিখোঁজ, স্বীকার করল ভারত

কাশ্মীরে অভিযানের জবাবে ভারতের সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রাভিশ কুমার এক ব্রিফিংয়ে বলেন, ভারতের হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর স্থাপনা টার্গেট করেছে পাকিস্তানি বিমানবাহিনীর যুদ্ধবিমান।

পাকিস্তানের এই চেষ্টা তাৎক্ষণিকভাবে নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে পাক-ভারত দুই দেশের সামরিক বিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবির ব্যাপারে তিনি বলেছেন, ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১ থেকে গুলি চালিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করা হয়েছে।

ভারতের একটি মিগ-২১ যুদ্ধবিমান ও বিমানের একজন পাইলট নিখোঁজ রয়েছেন বলে স্বীকার করেছেন রাভিশ কুমার। এদিকে, বুধবার সকালে পাকিস্তান বলছে, তারা ভারতের কোনো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়নি। একই সঙ্গে তাদের যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করার যে দাবি ভারত করেছে সেটিও প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

তবে আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে ভারতের দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। একই সময়ে জম্মু-কাশ্মীরে আকাশসীমা লঙ্ঘনের সময় পাকিস্তানি একটি বিমান ভূপাতিত করার পাল্টা দাবি জানিয়েছে ভারত।

বুধবার সকালের দিকে পাল্টাপাল্টি বিমান ভূপাতিত করার এই দাবি করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, ভারতের বিমান বাহিনীর একটি বিমান পাক-অধিকৃত কাশ্মীরে, অন্যটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে।

এমনকি আটক ভারতীয় পাইলট ও ভূপাতিত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। ওই ভিডিওতে ভারতীয় পাইলটকে স্বীকারোক্তি দিতেও শোনা যায়।

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় বিমান বাহিনীর ৬ কর্মকর্তা নিহত

কাশ্মীরে পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের সংবাদে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, নিহতদের মধ্যে ৬ জন বিমানবাহিনীর কর্মকর্তা আর একজন বেসামরিক নাগরিক।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার আনুমানিক সকাল ১০টায় কাশ্মীরের বুদগ্রামের গারেন্দ কালান গ্রামের কাছে খোলা একটি মাঠে রাশিয়ার তৈরি ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার বেশ কিছু ভিডিও থেকে দেখা যাচ্ছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। পাশের গ্রামগুলো থেকে অনেক মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় করছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে দু’টি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে হামলা চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের ঘোষণা আসার পরপর এমন হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী।

অবশ্য পাকিস্তান বলছে, ভারতের দুটি বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়লে তারা সেগুলো ভূপাতিত করে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা বিমান ভূপাতিত করে ভারতীয় বিমানবাহিনীর দুইজন পাইলটকে আটক করেছে।

প্রথমে ভারত পাকিস্তানের দাবি অস্বীকার করলেও পরে জানায় যে, তাদের মিগ-২১ যুদ্ধবিমান আর একজন পাইলট নিখোঁজ হয়েছে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পাইলট আটকের ব্যাপারে কিছু জানায়নি ভারতকে।

এসএইচ-০৮/২৭/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : বিবিসি ও ডয়চে ভেলে)