পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে পাকিস্তানি সেনাদের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শুক্রবার ভারতের এ পাইলটকে মুক্তি দেয়া হবে।
বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা জানান।
তিনি বলেন, আগামিকাল ছেড়ে দেওয়া হবে ভারতীয় যুদ্ববিমান চালককে। শান্তির বার্তা দিতে এমন সিদ্ধান্ত বলে দাবি করেছেন ইমরান খান।
অবশ্য বুধবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী ভারতকে সতর্ক করে বলেন, যে অস্ত্র আপনাদের আছে, সে অস্ত্র আমাদেরও আছে। যুদ্ধ বেঁধে গেলে কিন্তু পরিস্থিতি কারোরই নিয়ন্ত্রণে থাকবে না।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ জওয়ান নিহত হন।
জঙ্গিদের মদত দেওয়ার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে এর মোক্ষম জবাব দিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।
হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। এর একদিন পরই ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করার দাবি করে পাকিস্তান।
এসএইচ-২৫/২৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)