মুম্বাই বিমানবন্দরে বোমা হামলার হুমকি

ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এতে বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমা হামলার আশঙ্কায় টার্মিনাল থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে।, শনিবার দেশটির স্থানীয় সময় বেলা ১১টার দিকে আসা একটি কলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর কয়েকটি টিম বিমানবন্দরের ওই টার্মিনাল প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন মুম্বাই বিমানবন্দরের এক কর্মকতা।

‌সকাল ১১টা নাগাদ আসা একটি কলে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তী ১২ ঘন্টার মধ্যে আন্তর্জাতিক টার্মিনালে একটি বোমা বিস্ফোরিত হবে। এরপরই বিভিন্ন এয়ারলাইন্সের দপ্তর, আগমন ও প্রাক-বহির্গমণ এলাকাগুলো খালি করে ফেলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এরপর বোমা হুমকি অ্যাসেসমেন্ট কমিটি পূর্ব সতর্কতা হিসেবে দুই নাম্বার টার্মিনালের বহির্গমন, প্রি-সিকিউরিটি হোল্ড এলাকা ও ‘মিটারস্ এন্ড গ্রিটার্স্’ এলাকাও খালি করে ফেলার সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রানওয়ে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য মুম্বাই বিমানবন্দরের কর্মকাণ্ড আংশিক বন্ধ আছে। ওই কাজের জন্য বিমানবন্দরটির উভয় রানওয়ে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণ ও ও মেরামত কার্যক্রম আগামী ৩০ মার্চ পর্যন্ত চলার কথা আছে।

এসএইচ-২৫/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)