শুধু নিষিদ্ধ নয়, ভারতের কাশ্মীরে জামায়াতে ইসলামির নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। সংগঠনের নেতাদের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে।
আগেই জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। টাইমস অব ইন্ডিয়া
কাশ্মীরের বিভিন্ন জেলার জেলাপ্রশাসকরা জামায়াত নেতাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা জোগাড় করে তা বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন। বৃহস্পতিবার কাশ্মীরে জামায়াতকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতের খোদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যেই জামায়াতের ৩ শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মেহবুবু মুফতি বলেন, বিজেপির সঙ্গে আরএসএস, শিবসেনা, জনসংঘ এরা আছে। যারা কেবলমাত্র মাংসাশী সন্দেহে গণপ্রহার করেন। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। আর জামাত তো উপত্যকায় গরিব মানুষের সাহায্য করে। স্কুল তৈরি করে ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। তাদেরই জেলে পুরে দিতে চাইছেন। এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে।
এসএইচ-২৭/০৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)