ট্রাম্পের কন্যা হওয়াটাই বিশ্বের সবচেয়ে কঠিন কাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা হয়ে জন্ম নেয়াই বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলে মনে করেন ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প। ওয়াশিংটনের প্রভাবশালী সাংবাদিকদের নিয়ে হওয়া বার্ষিক গ্রিডিরন নৈশভোজে এই মন্তব্য করেন ইভানকা। এই ভোজে বাবা ট্রাম্পের বদলে যোগ দেন তিনি।

এই সময় নিজকে নিয়ে মজা করে ইভানকা বলেন, ‘খুবই আর্শ্চযের বিষয় হলো, গণমাধ্যম মনে করে, আমি অনেক সুবিধা নিয়ে জন্ম নিয়েছি, মনে করে, মানুষ যা পায় তা নিয়েই কাজ করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের কন্যা হওয়াটাই কি বিশ্বের সবচেয়ে কঠিন কাজ নয়?’

ইভানকা আরো বলেন, দুপুরের পরেই বাবা আমাকে এই নৈশভোজে তার প্রতিনিধিত্ব করার কথা বলেন। তিনি এই ভোজে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। গণমাধ্যমের সঙ্গে কিছু মজার মুর্হুত কাটানো বাদ দিতে চান নি তিনি।

প্রসঙ্গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে চাকরি খাত সৃষ্টি নিয়ে মন্তব্য করে সমালোচকদের তোপের মুখে পড়েছিলেন তিনি। ইভানকা বলেছিলেন, খুব কম আমেরিকানই আছে যারা হৃদয় দিয়ে দেশের জন্য কিছু দিতে চায়।

আমি গত চার বছর বিশ্বের অনেক দেশে গিয়েছি, মজুরি বৃদ্ধি ও চাকরি খাত সৃষ্টিতে কাজ করেছি। তার এই টুইটের প্রতিত্তুতে ডেমোক্রেট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রা ওকাসিও কোর্তেজ বলেন, কাজ করে মজুরি পাওয়া কোন সুবিধা নয়, এটি অধিকার।

এসএইচ-২৬/০৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র :  হাফিংটন পোস্ট, নিউজউইক, এনডিটিভি)