পাকিস্তানে শুরু হতে যাচ্ছে জঙ্গি বিরোধী অভিযান

পাকিস্তানে শুরু হতে যাচ্ছে জঙ্গিবিরোধী অভিযান। রোববার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘এই অভিযান খুব শিগগিরই দৃশ্যমান হবে।’ ডন টিভির ডু রাইয়ে প্রোগ্রামে তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন, উগ্রপন্থী গ্রুপগুলোর বিরুদ্ধে অভিযান প্রায় আসন্ন। তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, জঙ্গিগ্রুপগুলোর বিরুদ্ধে আপোষহীন অভিযান চালানো হবে। তিনি ন্যাশনাল অ্যাকশন প্লান (এনএপি)-র মত অনুসারেই এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ডন

এই অভিযান কবে নাগাদ শুরু হতে পারে তা নিশ্চিত কিছু বলেননি তথ্যমন্ত্রী। পুলওয়ামা হামলার জন্য দায়ি জৈশ-ই-মুহাম্মদ, যা পরমাণু শক্তিধর দুটি দেশকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং জামাতুদ দাওয়া (জুদ) ও গ্রুপটির দাতব্য শাখা ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ)-র বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সময় নির্ধারণ করবে নিরাপত্তা বাহিনী।

জাতীয় নিরাপত্তা কমিটি ২১ ফেব্রুয়ারির বৈঠকে নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং একইসঙ্গে জুদ এবং এফআইএফের নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে। অনুষ্ঠানে সমাজ থেকে উগ্রবাদ এবং জঙ্গিবাদ উচ্ছেদের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘দেশকে উগ্রবাদের হাতে জিম্মি হতে দেওয়া যায় না।’

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ‘আমরা এই ব্যবস্থা গ্রহণ করব জাতীয় স্বার্থেই। আমাদেরকে পথ সঠিক করে নিতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য আমরা এ পরিস্থিতি রেখে যেতে পারি না।’ এর সঙ্গে সূত্রটি যোগ করে যে, বর্তমান জনমত এর পক্ষে। পাকিস্তানকে ইতিবাচক পথে নেওয়ার এটাই হলো উপযুক্ত সময়।

তিনি বলেন, এই অভিযান ফিন্যান্সিয়াল অ্যাকশন ফোর্সকে (এফএটিএফ) ইস্যুগুলো শনাক্তকরণে এবং নতুন কর্মপরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।

এসএইচ-২৭/০৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)