চীনে খবর পড়লেন বিশ্বের প্রথম রোবট সংবাদ পাঠিকা

নাম তার শিন শিয়াংমেং, গোলাপি টপস, কানে ছোট্ট দূল, ছোট চুলের পরিপাটি কাট ও হালকা মেকআপের মিষ্টি মুখশ্রী দেখে বোঝার উপায় নেই যে, তিনি আদতে কোন নারী নন। দিব্যি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় খবর পড়ে যাচ্ছেন। এক্সপ্রেস,এনটিভি।

রোববার বেইজিংয়ের বার্ষিক সংসদ অধিবেশনে অংশগ্রহণকারীদের প্রতিনিধিদের সম্পর্কে একটি সংবাদ উপস্থাপন করেন কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি এই সংবাদ পাঠিকা। যা ছিলো এক মিনিটের ভিডিও উপস্থাপনা।

অবিকল মানুষের মতোই তাঁর মুখের অভিব্যক্তি এবং মানব সংবাদ পাঠিকার মতোই নির্দিষ্ট পদ্ধতি অনুকরণ করে সংবাদ পাঠ করেন বিশ্বের প্রথম এই নারী রোবট সঞ্চালিকা।

ভার্চুয়াল ক্লোন শিন শিয়াংমেং সংবাদ সঞ্চালনায় দ্বিতীয় রোবট সঞ্চালক। তার আগে তৈরি করা হয়েছিল কিউ মেংকে। মানুষের মতোই দেখতে এই দুই রোবটই নির্মাণ করে শিনহুয়া এবং কারিগরি সংস্থা সোগোই ইনকর্পোরেটেড। গত নভেম্বরে চীনের শহর উওজেহেনে আয়োজিত ওয়ার্ল্ড ইন্টারনেট সম্মেলনে পুরুষের পোষাক পরিহিত কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠককে সকলের সামনে নিয়ে আসা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে নানা কাজে ব্যবহারের এই বৈজ্ঞানিক সাফল্য গবেষকদের উৎসাহ যোগাচ্ছে। নজরদারি, নিরাপত্তা, চালকবিহীন গাড়ি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার বৃহত্তর পরিসরের এই ব্যবহার মানুষের কর্মখাতের ওপর প্রতিকূল পরিবেশ সৃষ্টি করবে কি না তা নিয়েও ভাবাচ্ছে বিশ্লেষকদের।

এসএইচ-২৮/০৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)