আরব আমিরাতে প্রথম নারী বিচারক নিয়োগ

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দুই নারীকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই ব্যবস্থা।

আবর আমিরাত সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সপ্তাহে রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে খাদিজা আল মালাস ও আল কুতবি নামে দুই নারীকে বিচারক হিসেবে নিয়োগ দেন।

এর আগে মধ্যপ্রাচ্যে ইসরাইল তাদের শরিয়া আদালতে প্রথমবারের মতো একজন আরব মুসলিম নারী অ্যাটর্নিকে বিচারক হিসেবে নিয়োগ দেয়।

এসএইচ-২০/২০/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)