মিসরে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে সিসি সরকারের সংবিধান সংশোধন

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ক্ষমতা বজায় রাখতে মঙ্গলবার মিসরের পার্লামেন্ট দেশটির সংবিধানিক সংশোধন অনুমোদন করেছে।

এটি চূড়ান্ত হলে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ২০২২ সালে সিসির দ্বিতীয় মেয়াদে ৪ বছরের ক্ষমতা শেষ হচ্ছে না। তবে আগামী ৩০ দিনের মধ্যে এটি অবশ্যই গণভোটে পাশ করাতে হবে। বিবিসি

সংশোধিত সংবিধান অনুযায়ী মিসরের প্রেসিডেন্টের মেয়াদ আরো ২ বছর বাড়ানো হবে এবং সিসিকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় রাখা হবে। বিচার বিভাগের ওপর সিসি সরকারের আরো নিয়ন্ত্রণ ও রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকাকেও তরান্বিত করা হবে।

মিসর পার্লামেন্টের অধিকাংশ এমপি সিসির সমর্থক হলেও কয়েকটি বিরোধী দল এই সংশোধনীর সমালোচনা করেছে। লিবারেল আল-দাস্তর পার্টির নেতা খালেদ দাউদ বলেন, ‘এটি একটি হাস্যকর সংশোধন। এতে সিসির ক্ষমতা কুক্ষিগতকরণই উপস্থাপিত হয়েছে।’

উল্লেখ্য, মিসরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন সিসি।

এসএইচ-০৯/১৭/১৯ (অান্তর্জাতিক ডেস্ক)