প্রেসিডেন্টের সাথে মতবিরোধ : গোয়েন্দা তথ্য জানতে পারেননি প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপাল সিরিসেনার সঙ্গে রাজনৈতিক বিরোধ চলছিল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সাথে। এ টানাপড়েনের মধ্যে দেশটির গীর্জা ও হোটেলে ভয়াবহ হামলা হয়।

যার আগাম খবর গোয়েন্দা সূত্রে প্রেসিডেন্ট জানতে পারলেও মতবিরোধের কারণে প্রধানমন্ত্রী জানতে পারেননি। ফলে তিনি প্রয়োজনীয় সর্তকর্তা জারি করতে পারেননি।

চলতি মাসেই পুলিশের কাছে স্থানীয় ইসলামপন্থি সংগঠনের পক্ষ থেকে গীর্জায় সম্ভাব্য হামলার তথ্য আসে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাজেথা সিনাতনি সাংবাদিকদের বলেন, ১১ এপ্রিল বিদেশী একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সতর্কতা আসে যে, ন্যাশনাল জামাত-উদ-তাওহিদ গীর্জায় হামলা চালাতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এ রিপোর্ট পেশ করা হয়নি।

কিন্তু এ প্রতিবেদন পাওয়ার পর আদৌ কোনো ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে কি না তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

এসএইচ-১৫/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র: রয়টার্স)