বিষপান করে আত্মহত্যার চেষ্টা বা ঝুঁকি বিগত এক যুগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের মধ্যে বেড়েছে। তবে ছেলেদের মধ্যে এই হার দ্বিগুণ হলেও মেয়েদের ক্ষেত্রে বিষপানে আত্মহত্যা চেষ্টার হার পূর্বের চেয়ে তিনগুণ বেশি।
চিলড্রেন হসপিটাল ইন কলম্বাস ও দ্য সেন্ট্রাল ওহিও পয়জন সেন্টার-এর গবেষকরা এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএন-এর।
আত্মহত্যা-চেষ্টার কারণ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ভাবা হচ্ছে, শিশু ও তরুণদের বাড়তি সামাজিক ও মানসিক চাপ। ম্যাসেচুসেটাস জেনারেল হসপিটালের মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক ডক্টর জেনে বেরেসিন বলেন, বাচ্চারা অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠছে। স্কুলগুলোতেও তারা চাপে পড়ছে।
তবে বেরেসিনের মতে কোনো নির্দিষ্ট একটি কারণেই যে শিশু ও তরুণেরা আত্মহত্যা করতে চায় তা নয়। অনেকগুলো কারণ একসঙ্গে বাধ্য করে ওমন প্রেক্ষাপট তৈরির।
এদিকে ফিলাডেলফিয়া শিশু হাসপাতালের চিকিৎসক ডক্টর কেন জিনসবার্গ বলেন, এই গবেষণা একটি বিষয় স্পষ্ট আমাদের প্রতিরোধ করতে হবে। পরিবারের সংস্পর্শ এই ধরনের ঝুঁকি এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এসএইচ-২৩/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)