ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাপ্রাপ্ত ২০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার আসামের সুতারকান্দি সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা ব্যক্তিদের ১১ জনের বাড়ি সিলেট ও ৫ জনের বাড়ি কিশোরগঞ্জে এবং বাকিদের বাড়ি কক্সবাজার, মৌলভীবাজার ও গোপালগঞ্জ অঞ্চলে বলে জানা গেছে। ওই ব্যক্তিদের মধ্যে পুরুষদের রাখা হয়েছিল আসামের শিলচরের বিদেশি বন্দীশালায় এবং নারীকে রাখা হয়েছিল কোকরাঝাড় বন্দীশালায়।
শনিবার সকাল আটটার দিকে শিলচর বন্দীশালা থেকে ১৯ জন বাংলাদেশিকে নিয়ে আসাম পুলিশের বর্ডার উইং বাহিনী করিমগঞ্জে সুতারকান্দি পৌঁছায়।
সেখানে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় তাঁদের। অপরজনকেও আনা হয় করিমগঞ্জ থেকে। দুপুর ১২টার সময় তাঁদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়।
এর আগে ২০১৬ সালে ভারত ও বাংলাদেশে বন্দী প্রত্যর্পণ শুরু হয়। দেশটির আসামের কারাগারে বাংলাদেশি সন্দেহে এখনো ১ হাজার জন বন্দী রয়েছেন।
এসএইচ-২৫/০৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)