কয়েক কোটি ইউরো চুরি করেছেন নকল ফরাসি মন্ত্রী

চেহারা নকল করে অপরাধকে ভিন্ন মাত্রা দিয়েছেন ফরাসি অপরাধী চুজপাহ। তিনি সিলিকন মুখোশ পরে ফরাসী পররাষ্ট্র মন্ত্রীর মতো সাজ পোশাকে হাতিয়ে নেন কয়েক মিলিয়ন ডলার! বিবিসি।

ফরাসী প্রতিরক্ষামন্ত্রী জিয়ান-ইভেস লে ডেরিয়ানের পরিচয় চুরি করে ২০১৫ সাল থেকে দুই বছর ধরে প্রায় ৮ কোটি ইউরো হাতিয়ে নেন চুজপাহ। তার শিকারদের মধ্যে আছেন আগা খান এবং শ্যাতু মারগুক্স ওয়াইনের মালিকও। মন্ত্রী লা ডেরিয়েনের পরিচয়ে শিকারের সঙ্গে যোগাযোগ করতেন চুজপাহ।

এরপর আইএস-এর কাছে বন্দি সাংবাদিকদের উদ্ধার ও মুক্তিপণের নামে অর্থ সাহায্য চাইতেন। বেশিরভাগ ক্ষেত্রে তার ডাকে সারা দিতেন ধনীরা।

যেহেতু ফ্রান্স জঙ্গিদের আনুষ্ঠানিকভাবে মুক্তিপণ দেয় না, তাই নকল মন্ত্রী এই অর্থ প্রকাশ্যে না আনতে অনুরোধ করতেন। এবং চীনের একটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে অনুরোধ করতেন।

লে-ডেরিয়ান বর্তমানে ফরাসী পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার আইনজীবি ডেলফিন মিলিয়েত বলেন, ‘এই গল্পের প্রতিটি বিষয়ই অন্যরকম। তারা দায়িত্বে থাকা ফরাসী এক মন্ত্রীর পরিচয় চুরি করেছে। তাদের স্নায়ু আছে বলতে হয়।’

এসএইচ-২৪/২০/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)