লিবিয়ায় বিয়ের অনুষ্ঠানে ড্রোন হামলা, নিহত ৪০

লিবিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে ড্রোন হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাতার-ভিত্তিক টেলিভিশন আল-জাজিরা জানায়, রোববার দেশটির মুরজুক শহরের নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করে খলিফা হাফতার বাহিনী।

এসময় শহরটিতে বিয়ের এক অনুষ্ঠানে ড্রোন হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য হাফতার বাহিনীকে দায়ী করেছে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকার। ওই হামলার আগে হাফতার বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করা হয় বলেও জানানো হয়।

তবে এ হতাহতের বিষয়ে খলিফা হাফতার বাহিনীর পক্ষ থেকে কিছুই বলা হয়নি। বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের লিবিয়া বিষয়ক দূত ঘাসান সালামি।

রাজধানী ত্রিপোলীর নিয়ন্ত্রণ নিতে গেলো ৪ এপ্রিল থেকে বিমান হামলায় চালিয়ে আসছে হাফতার বাহিনী। দেশটির পূর্বাঞ্চল-ভিত্তিক সশস্ত্র এ গোষ্ঠীর হামলায় এখন পর্যন্ত ১১’শ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এসএইচ-২৫/০৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)