প্রলয়ঙ্করী ‘ডোরিয়ানে’ লন্ডভন্ড বাহামা

প্রবল শক্তি সঞ্চয় করে ঝড় ‘ডোরিয়ান’ আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হেনেছে। সর্বোচ্চ ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নেওয়া ঝড়টি ঘণ্টা ২৮৫ কিলোমিটার গতিতে বাহমায় আছড়ে পড়েছে।

হারিকেনটি বাহামায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়টি স্থানীয় সময় রবিবার ১২টা ৪০ মিনিটে বাহামার অ্যাবাকো দ্বীপে আঘাত হানে বলে জানিয়েছে এনএইচসি। ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে বহু ঘরের ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার সৃষ্টির হয়েছে।

বাহামার এলবো কাই-তে আঘাত হানার পর আবাকো দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এছাড়া প্রচণ্ড ঝোড়ো বাতাস এবং মুষলধারে বৃষ্টিতে বিধ্বস্ত হয় গ্র্যান্ড বাহামা দ্বীপও।

স্থানীয় লোকজন শক্তিশালী এ ঝড়ে ক্ষতির কিছু ভিডিওচিত্র পোস্ট করেছে। এতে দেখা যায়, বিভিন্ন ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আছে এবং পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট।

এসএইচ-১৫/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)