জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণের একদিন পর শনিবার কাশ্মীরে যে কোনো ধরনের বিক্ষুব্ধ পরিস্থিতি এড়াতে কড়াকড়ি আরোপ করেছে ভারত।
শুক্রবার ইমরান বলেছেন, কাশ্মীরের ওপর নয়া দিল্লির আরোপিত নিষেধাজ্ঞা উঠে গেলে সেখানে রক্তবন্যা বয়ে যাবে। তিনি কাশ্মীরে আরোপিত কারফিউকে অমানবিক বলেন এবং সব রাজনৈতিক বন্দির মুক্তি দাবি করেন।
ইমরানের ভাষণ শেষ হওয়ার পর রাতে কয়েক হাজার কাশ্মীরি তাদের বাড়ি থেকে বের হয়ে আসে। এসময় তারা ইমরান খানের পক্ষে স্লোগান দেয় এবং স্বাধীনতা দাবি করে।
দুই কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পিকার লাগানো পুলিশ ভ্যান থেকে শ্রীনগরে নাগরিকদের চলাচলের ওপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়। যে কোনো ধরনের বিক্ষোভ ঠেকাতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। শ্রীনগরের প্রধান ব্যবসাকেন্দ্রে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে সেনারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইমরান খানের ভাষণের পর গত রাতে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এটি প্রয়োজন ছিল।’
এসএইচ-১২/২৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)