শর্ত পূরণ হলে ধর্ম পরিবর্তন করবেন মায়াবতী

সম্প্রতি নাগপুরে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময়ে বিএসপি সুপ্রিমো মায়াবতী ঘোষণা করেছেন সঠিক সময় এলেই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। কবে সেই সঠিক সময়? এর উত্তরও দিলেন মায়াবতী নিজেই। জানালেন, যে দিন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বি আর অম্বেদকরের বড় সংখ্যক অনুগামীরা তাঁর সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণে রাজি হবেন, সেদিন তিনিও এই ধর্মকে আপন করে নেবেন।

এদিন জনসভায় উপস্থিত মানুষকে মায়াবতী মনে করিয়ে দেন, ৬৩ বছর আগে ১৯৫৬ সালের ঠিক এই দিনেই নাগপুরে অনুগামীদের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বি আর অম্বেদকর।

তিনি আরও বলেন, ধর্ম বদলানোর এই সিদ্ধান্ত হঠাত্‍ করে নেননি অম্বেদকর। হিন্দি হিসেবে বার বার অপমানিত হওয়ার পরই তিনি বলেছিলেন, হিন্দু হিসেবে জন্ম নেওয়া তাঁর হাতে ছিল না, কিন্তু হিন্দু হয়ে তিনি মৃত্যুকে বরণ করবেন না।

একই সঙ্গে মায়াবতী তাঁর দলীয় কর্মীদের তিরস্কার করেন, মহারাষ্ট্রের কোনও আসনে দলকে না জেতাতে পারায়। তাঁর অভিযোগ বাবাসাহেবের অনুগামী হয়েও তাঁর দেখানো পথে তাঁরা চলতে ব্যর্থ হয়েছেন।

কাশিরামের মতো তাই তিনিও এই কারণে ক্ষুব্ধ। এদিন তাঁর কটাক্ষে বিদ্ধ হন আর এস এস প্রধান মোহন ভগবতও। মায়াবতী বলেন, বি আর অম্বেদকর দেশের সংবিধান শুধুমাত্র হিন্দুদের জন্যে তৈরি করেননি। সব ধর্মের কথা ভেবেই সংবিধান তৈরি হয়েছিল। তিনি এক সংগঠিত দেশের স্বপ্ন দেখেছিলেন।

এসএইচ-২১/১৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)