ভূমধ্যসাগর থেকে ১৭১ বাংলাদেশি নাগরিক উদ্ধার

নৌকায় চরে ইউরোপ যাওয়ার সময় লিবিয়া উপকূল থেকে দেশটির কোস্টগার্ড বাংলাদেশিসহ প্রায় ২০০ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১৭১ জন বাংলাদেশি ।

উদ্ধারকৃতদের ত্রিপলীর উপশহর জানজুর এবং আবু সেলিম ডিটেনশন সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

জানিয়েছেন, লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী।

জানা যায়, গত ৩০ অক্টোবর তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে দূতাবাস থেকে লিবিয়ার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ডিটেনশন সেন্টার দুইটি পরিদর্শন এবং উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকারের অনুমতি গ্রহণ করা হয়।

৩১শে অক্টোবর দূতাবাস থেকে জানজুর ডিটেনশন সেন্টার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সেখানে ৪৩ জন বাংলাদেশি নাগরিককে পাওয়া যায়। পরবর্তীতে এই সেন্টারের আটক সকল বাংলাদেশিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

এসএইচ-১২/০৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)