পুতিনকে প্রশ্ন করে চাকরি খোয়ালেন সাংবাদিক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় রাশিয়ার এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবার পুতিনকে প্রশ্ন করে চাকরি হারান এলিসা ইয়ারোভস্কায়া নামের রাশিয়ার ইয়ামাল অঞ্চলের একটি টিভি চ্যানেলের সাংবাদিক। খবর মস্কো টাইমসের।

এলিসা ইয়ারোভস্কায়া পুতিনকে তার নিজ এলাকায় নির্মিতব্য একটি সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য সাহায্যের আবেদনও জানান। তবে ইয়ামাল নেনেটস নামের স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্তৃপক্ষ বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি।

কারণ ওই সাংবাদিক কথার ফাঁকে নাকি এলাকার গভর্নরের প্রসংশাও করেছেন বলে তাদের মনে হয়েছে।

তাকে বহিষ্কারের এটিই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

তবে টিভি কর্তৃপক্ষ যে প্রশ্ন করতে বলেছিল, তিনি নাকি পুতিনকে সে প্রশ্ন করেননি। এছাড়া তিনি সহকর্মীর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

এসএইচ-২২/২৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)