পাকিস্তানের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে!

একইসাথে তৃণমূলের পক্ষ থেকে এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। কংগ্রেসের ২২ তম জন্মদিনের অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

প্রথমবারের মতো নিজেদের প্রতিষ্ঠা দিবসকে ‘নাগরিক দিবস’ হিসেবে পালন করেছে তৃণমূল কংগ্রেস। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের জন্মদিন উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, ‘পাকিস্তানের সাথে বিজেপির যোগসাজশ আছে।

তারা নাকি অনলাইনে সিএএ করবে, পাগলে কী না করে, এই আইন হবে না। নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় তৃণমূল আন্দোলন চালিয়ে যাবে।’

অপরদিকে, মেয়রের এই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘বিজেপি নয় বরং পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের।

এজন্য ইমরান খান যা বলেন, মমতা বন্দোপাধ্যায়ও সঙ্গে সঙ্গে সেটাই বলেন। কে বলেছে এই রাজ্যকে মিনি পাকিস্তান বানাবো, সেটার জবাব দিক তৃণমূল।’

এসএইচ-১৯/০২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)