নাগরিকত্ব আইন প্রত্যাহারের কোনো প্রশ্নই উঠে না

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সংখ্যালঘু বিরোধী না। তাই এটা প্রত্যাহারের কোনো প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার যোধপুরে এক সমাবেশে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উদ্দেশে এসব কথা বলেন অমিত শাহ।

যোধপুরে সিএএ-পন্থী এক জনসভা থেকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, কংগ্রেস ভোট ব্যাংক রাজনীতি করছে। সিএএ নিয়ে ভুল তথ্য পরিবেশনা করছে।

পাশাপাশি সিএএ নিয়ে বিরোধী অবস্থান নেওয়া বিরোধী দলগুলোর প্রতি অমিত শাহের অভিযোগ, ‘মমতা ব্যানার্জি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেস এই আইনের বিরোধিতা করছে। ওরা মিথ্যা প্রচার করছে।”

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেছেন, ক্ষমতা থাকলে সামনে এসে এই আইন নিয়ে আলোচনা করুন। নয়তো আমি আইনের প্রতিলিপি ইতালিয়ানে অনুবাদ করে দিচ্ছি পড়ে দেখুন।

তিনি বলেন, ‘কংগ্রেস ভুল তথ্য প্রচার করছে। যাতে বিভ্রান্ত হয়ে দেশের যুব সমাজ পথে নেমেছেন। ওরা (কংগ্রেস) চেষ্টা করে যাক, আমরাও সর্বস্ব দিয়ে চেষ্টা করব সংখ্যালঘু আর যুবদের কাছে পৌঁছাতে।’

গত মাসে নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এসএইচ-২০/০৩/২০ (আন্তর্জাতিক ডেস্ক)